
বিজয় মানে সৌহার্দ, বিজয় মানে মুক্তির আনন্দ !
এবারের বিজয় দিবসে প্রকাশ করো তোমার মুক্ত চিন্তা আর অংশগ্রহণ করো ফ্যান্টাসি কিংডম আয়োজিত “বিজয় লেখন” প্রবন্ধ প্রতিযোগিতায়!
কাগজে কলমে লিখে দেখাও “তোমার কাছে বিজয় দিবসের মানে কী ? ” আর জিতে নাও পুরস্কার।
ফ্যান্টাসি কিংডম আয়োজিত "বিজয় লেখন" প্রবন্ধ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে অংশগ্রহণ করা যাবে
গ্রুপ ১
(১ম-৫ম শ্রেণী)
গ্রুপ ২
(৬ষ্ঠ -১০ম শ্রেণী)
কাগজে কলমে লিখে দেখাও "তোমার কাছে বিজয় দিবসের মানে কী?" আর জিতে নাও পুরস্কার। দেশসেরা বিচারক দ্বারা প্রত্যেক গ্রুপ থেকে ৩ জন করে বিজয়ী বাছাই করা হবে।

চ্যাম্পিয়ন
- একটি ল্যাপটপ
- সার্টিফিকেট
- ফ্যান্টাসি কিংডম-এর ফ্রি টিকিট দুইটি করে

১ম রানার আপ
- একটি ট্যাব
- সার্টিফিকেট
- ফ্যান্টাসি কিংডম-এর ফ্রি টিকিট দুইটি করে

২য় রানার আপ
- একটি স্মার্ট ওয়াচ
- সার্টিফিকেট
- ফ্যান্টাসি কিংডম-এর ফ্রি টিকিট দুইটি করে
এছাড়াও প্রতিযোগিতার প্রথম ১০০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
১ম বিজয়ী: নগদ পুরস্কার ও সার্টিফিকেট
২য় বিজয়ী: নগদ পুরস্কার ও সার্টিফিকেট
৩য় বিজয়ী: নগদ পুরস্কার ও সার্টিফিকেট
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রথমে একটি সাদা কাগজে তোমার নাম, গ্রুপ, শ্রেণী ও ফোন নম্বর লিখে নাও।
২. তারই ঠিক নীচে লেখো “তোমার কাছে বিজয় দিবসের মাহাত্ম্য” শীর্ষক প্রবন্ধ
[ গ্রুপ ১: (১৫০-২০০) শব্দ; গ্রুপ ২: (২৫০-৩০০) শব্দ ]
৩. লিংকে দেয়া ফরমটি পূরণ করো আর তোমার লেখা প্রবন্ধের ছবি তুলে ( ছবিটি তোমার নাম, শ্রেণী ও মোবাইল নাম্বার লিখে সেভ করবে ) উক্ত ছবি আপলোড করো ফাইল সেকশনে।
৪. ফিরতি ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন পূর্ণ হবে।
রেজিস্ট্রেশন ফর্ম: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe2c1iSYytcQ4OHRS1bhOFHBJ9eccVX0udrrugM_nLsqoKeTg/viewform
যেকোনো প্রয়োজনে: 01958-153466